Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড:

কর্ণফুলী উপজেলা একাউন্টস অফিসার এরকার্যালয়কে সম্পূর্ণভাবে iBASS++ পদ্ধতিতে সমন্বিতভাবে ইন্টারনেট ভিত্তিক বাজেটিং ও একাউন্টিং কার্যক্রম এর আওতায় আনা হয়েছে। সিটিজেনচার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চু্ক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মকর্তা কর্মচাররিগণের বেতন বিল সহ অন্যান্য আনুষংগিক বিল সমূহ যথা সময়ে নিস্পত্তি করা হচ্ছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আওতায় কর্ণফুলী উপজেলা একাউন্টস অফিসার এর কার্যালয় কর্তৃক ৪৬৯ জন সরকারী চাকুরিজীবির বেতন এবং ০৭ জন পেনশনভোগীর পেনশন Online এ নির্ধারণ করা হয়েছে। কর্ণফুলী উপজেলা একাউন্টস অফিসার এর কার্যালয়ের মাধ্যমে বর্তমানে ১০০ ভাগ সরকারী কর্মকর্তার বেতন  ভাতাবিল অনলাইনে দাখিল কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এছাড়া সরকারী কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা Electronic Fund Transfer (EFT) পদ্ধতিতে পরিশোধ কার্যক্রম ও ১০০ ভাগে উন্নতি করা হয়েছে। EFT পদ্ধতিতে ০৭ জন পেনশেন ভোগী অর্থাৎ ১০০ ভাগ পেনশন ভোগীর পেনশন তাদেঁর স্ব স্ব ব্যাংক একাউন্টে পরিশোধ করা হচ্ছে।